সোহেল আহম্মেদ :
নেত্রকোনার মোহনগঞ্জে বেশী দামে লবণ বিক্রি করার দায়ে ৯ ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
উপজেলার বিভিন্ন স্থানে লবণের দাম বৃদ্ধি পেয়েছে মর্মে গুজব ছড়িয়ে পড়লে কিছু অসাধু ব্যবসায়ী লবণের মূল্য কয়েকগুণ বাড়িয়ে দেয়। আর সাধারণ জনগণও গুজবে কান দিয়ে বেশি দামে লবণ ক্রয় করা শুরু করে দেয়।
এমতাবস্থায় মঙ্গলবার (১৯ নভেম্বর) সারা দিনব্যাপী মোহনগঞ্জ পৌর শহরে ও আদর্শ নগর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত মোহনগঞ্জ বাজারের ৬ ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা এবং আদর্শনগর বাজারের ৩ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেন। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) নাজনীন সুলতানা। এসময় বেশী দামে লবন বিক্রি না করার জন্য সকল ব্যবসায়ীকে সতর্ক করেন ভ্রাম্যমান আদালত।
অপরদিকে লবণের দাম বৃদ্ধি পেয়েছে বলে যে গুজব ছড়িয়েছে এতে কান না দেওয়ার জন্য এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে লবণ কেনাবেচা না করার জন্য জনসাধারণকে আহ্বান জানান উপজেলা চেয়ারম্যান মো. শহীদ ইকবাল।