বিশেষ প্রতিনিধি : সম্প্রীতি সংস্থার সদস্য, বিশিষ্ট অভিনেতা মঞ্জুরুল ইসলাম মঞ্জু (৪৬) ক্যান্সারে আক্রান্ত হয়ে অকালে না ফেরার দেশে চলে গেলেন (ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাহির রাজিউন)। মুক্তাগাছাস্থ নিজ বাসভবনে তিনি শুক্রবার ইন্তেকাল করেন।শুক্রবার রাত সাড়ে ৮ টায় মুক্তাগাছা সদরে নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

অভিনেতা মঞ্জুরুল মঞ্জু রূপবান, কালা ময়না বাইদ্যার পালা সহ আমার বিভিন্ন নৃত্যনাট্যে তিনি বহুবার অভিনয় করেছেন। তাছাড়া বাংলা চলচ্চিত্রেও অভিনয় করেছেন এবং মার্শাল আর্ট ডিজাইনার হিসেবে কাজ করেছেন। কারাতে ব্ল্যাক বেল্ট প্রাপ্ত মঞ্জুরুল ইসলামের রয়েছে অসংখ্য কারাতে ভক্ত।

এই গুণী শিল্পীর অকাল মৃত্যুতে সম্প্রীতি সংস্থা, ময়মনসিংহ লোক নাট্য সংস্থা, স্বাধীনতা সাহিত্য পরিষদ সভাপতি ও ময়মনসিংহ সেবা নিকেতনের সাধারণ সম্পাদক ডাঃ তারা গোলন্দাজ গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।