স্টাফ রিপোর্টার : শুক্রবার ময়মনসিংহ মেডিকেলে পিসিআর ল্যাবে ২টি মেশিনে ৪২৮টি নমুনা পরীক্ষায় ময়মনসিংহ বিভাগে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ময়মনসিংহ মেডিকেলের ৩ জন স্বাস্থ্যকর্মী, গফরগাও উপজেলায় ৩ জন, ভালুকায় ৪জন, ফুলপুর উপজেলায় একজন, ফুলবাড়িয়ায় একজন ও ত্রিশালে একজনসহ জেলায় ১৫ জন রয়েছে।

জামালপুর জেলা সদরে তিনজন ও মেলান্দহে ২জনসহ ৫জন এবং নেত্রকোনা জেলা সদরে ৩ জন, আটপাড়ায় একজন, কেন্দুয়ায় একজন ও মদনে একজনসহ ৬জন রয়েছে।

এনিয়ে ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ৯৯৬ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ৪৮২ জন, জামালপুর জেলায় ২০৮জন, নেত্রকোনা জেলায় ২২২ জন এবং শেরপুর জেলায় ৮৪ জন।

এছাড়া ময়মনসিংহে আরো দুই জনের ফলোআপ পজিটিভ রয়েছে। বিভাগের চার জেলায় সর্বমোট মারা গেছেন ১৩ জন।