নির্মলেন্দু সরকার বাবুল : দুর্গাপুর পৌর এলাকার কুল্লাগড়া শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে স্বামী বিবেকানন্দ ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকালে স্বামী বিবেকানন্দ ভবনের উদ্বোধন করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ আশ্রম, ঢাকা বাংলাদেশের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুল্লাগড়া রামকৃষ্ণ আশ্রমের ভারপ্রাপ্ত সভাপতি অরুন চন্দ্র পন্ডিত, সাধারণ সম্পাদক প্রভাত চন্দ্র সাহা, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সভাপতি গৌতম দাস, সাধারন সম্পাদক নয়ন চন্দ্র সাহা রনি সহ শত শত ভক্তবৃন্দ।