কলমাকান্দা প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দায় বাজারে উদ্দেশ্যমূলকভাবে লবণের মূল্য বৃদ্ধির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন। অভিযোগের প্রেক্ষিতে বুধবার দুপুরে উপজেলা সদরের মেসার্স অনন্যা স্টোরের ব্যবসায়ী ও আড়তদার 'মধু সরকার' এর বিরুদ্ধে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অধীন ১টি মামলায় ২০,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়। ইউএনও মো. জাকির হোসেন বলেন, অভিযুক্ত মধু সরকার' জরিমানার টাকা প্রদান করায় ভবিষ্যতে এ কাজ করবেনা মর্মে ছেড়ে দেওয়া হয়।