সোহেল আহম্মেদ : নেত্রকোনার মোহনগঞ্জে দারুল উলুম শায়েখ মজিবুর রহমান রহ. মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মোহনগঞ্জ সম্মিলিত উলামা পরিষদের সাবেক সভাপতি মরহুম মাওলানা মুজিবুর রহমান রহ. এর নামে পৌর শহরের পুকুরিয়া এলাকায় মাদ্রাসাটি প্রতিষ্ঠা করতে যাচ্ছেন তাঁর সুযোগ্য পুত্র মাওলানা সুয়াইব বিন মুজিব। বুধবার দুপুর ১২টায় মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট আলেমেদ্বীন, জামিয়া মাহমুদিয়া হাসিমিয়া দারুল উলুম নেত্রকোনার মহাপরিচালক মাওলানা তাহের কাসেমী। এছাড়াও মাওলানা মাহমুদুল হাসান, হাফেজ ইউসুফ, মাওলানা জামিল আহমাদ, মুফতি আশরাফুল হক, জমিদাতা হাজী আব্দুল হান্নানসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।