গোলাম রব্বানী টিটু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় কোভিড-১৯ করোনা ভাইরাস শুরু থেকে এ পর্যন্ত ১৩জন শনাক্ত হয়েছে। ৭জন সুস্থ হয়ে করোনা জয় করে বাড়ি ফিরেছে।

নতুন করে ১লা জুন সোমবার ৩জন ২রা জুন ৩জন একদিনের ব্যবধানে মোট ৬জন আক্রান্ত হওয়ায় উপজেলাবাসীকে ভাবিয়ে তুলেছে।

করোনো শনাক্ত উপজেলার বাঘেরভিটা গ্রামের রাহেলা বেগম করোনায় আক্রান্তর খবর পেয়ে তার স্বামীকে নিয়ে বুধবার নিজ বাড়ি থেকে পালিয়ে অনত্রে চলে যায়। ৪ঠা জুন বৃহষ্পতিবার সকালে সেচ্ছায় তার স্বামীকে নিয়ে হাসপাতালে এসে আইসোলেশনে ভর্তি হয়েছে।

এ ব্যাপারে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ জসিম উদ্দিন জানান, গত ২ দিনে উপজেলায় কোভিড-১৯ করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করে ৬জনের শরীরে উপসর্গ পাওয়া গেছে ২জন আইসোলেশনে বাকি ৪জন বাড়িতে চিকিৎসা নিচ্ছে। সামাজিক নিরাপত্তা বজায় রাখার জন্যে উপজলাবাসীকে আহবান রাখেন। সচেতন মাসুষরা মনে করছে মফস্বল শহরে বাড়িতে থেকে যারা চিকিৎসা নিচ্ছে তাদের সেবা ব্যাহত ও সমাজে সামজিক দুরত্ব বজায় থাকার আশংকা রয়েছে।