সাগর তালুকদার : ময়মনসিংহের তারাকান্দায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন। জানা গেছে, বুধবার তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট চিত্রা শিকারী উপজেলার কেন্দুয়া বাজারে অভিযান চালিয়ে ব্যবসায়ী আজাহারুল ইসলাম ও সাব্দুল আলীকে পরিবেশ সংরক্ষণ আইনে ৫ হাজার করে ১০ হাজার এবং আবুল বাশারকে ভোক্তা অধিকার আইনে ২ হাজার টাকা জরিমানা করেন। এ সময় স্যানেটারি ইন্সেপেক্টর মোঃ মুনজুরুল হক, এসআইটি মোঃ শামছুল হক উপস্থিত ছিলেন।