মোঃ রহিম বাদশা (পঞ্চগড়) দেবীগঞ্জ সংবাদদাতা ঃ প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) প্রতিরোধ ও ঘরবন্দী অসহায় মানুষকে সহায়তায় পঞ্চগড়ের দেবিগঞ্জ উপজেলার ১০নং চেংঠী হাজরা ডাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু অনিল চন্দ্র রায়,হাতে নিয়েছেন বিভিন্ন উদ্যোগ। খাদ্য সহায়তার পাশাপাশি ইউপি চেয়ারম্যান বাড়ি বাড়ি গিয়ে ভাইরাস সংক্রমণ বিষয়ে সচেতন করছেন।

করোনা পরিস্থিতিতে ইউনিয়নের কর্মহীন মানুষকে কখনো নিজ অর্থায়নে, কখনো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় আবার কখনো অন্য দানশীল ব্যক্তির ব্যক্তিগত অনুদানে এ খাদ্য সহায়তা তালিকা অনুসারে পৌঁছে দিচ্ছেন তিনি।

এ ছাড়া নিরাপদ শারীরিক দূরত্ব নিশ্চিত করতে গ্রাম পুলিশদের কে বিভিন্ন ভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।জীবাণুমুক্ত রাখতে গোটা হাটেই চলছে স্প্রে। শারীরিক দূরত্ব নিশ্চিতে চলছে কঠোর নজরদারিতে রেখেছেন গ্রামপুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠন । পাশাপাশি করোনা প্রতিরোধে সরকারের প্রতিটি নির্দেশনা মেনে চলতে ক্যাম্পেইনের মাধ্যমে মানুষদের সচেতন করতে কাজ করছেন বাবু অনিল চন্দ্র রায়।

তিনি রাজধানীসহ বিভিন্ন জেলা শহর থেকে আসা লোকদের ১৪ দিন হোম কোরানটা নিশ্চিত করেন,গ্রাম পুলিশ,ও ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন সহায়তা নেন।

এ বিষয়ে তার সঙ্গে কথা হলে তিনি বলেন, সারা পৃথিবী এক ভয়াবহ পরিস্থিরি মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশও এর বাইরে নয়। বৈশ্বিক এ দুর্যোগ মোকাবিলায় মানুষের পাশে মানুষের দাঁড়ানোর সময়। প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন মানবিকতার পরিচয় দিতে। জনপ্রতিনিধি হিসেবে মানুষের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব।