মোঃ সাইফুল ইসলাম বাবুল : ময়মনসিংহের গফরগাঁওয়ে নতুন করে ৬ জনের করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে উপজেলার পৌরশহরের বাঁশতলা মার্কেট এলাকার পল্লী বিদ্যুতের লাইন টেকনিশিয়ান রফিকুল ইসলামের শিশুকন্যা পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী জেরিন (১০) ও ছেলে দ্বিতীয় শ্রেনীর শিক্ষার্থী এমদাদুল হক (৭), লংগাইর ইউনিয়নের বাঙ্গালকান্দি গ্রামের কায়সার আহমেদ(২২), স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল এ্যাসিট্যান্ট রোকসানা আক্তার (৫২), পৌর শহরের চাঁদনী মোড়ের আব্দুল হামিজ (৫৫)। নতুন আক্রান্ত জেরিন ও এমদাদুলের পিতা রফিকুল ইসলাম আগেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাইনউদ্দিন খাঁন মানিক এসব তথ্য নিশ্চিত করেন।

এ নিয়ে উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ জনে। আক্রান্তদের মধ্যে ৩১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকী ১৬ জন বিভিন্ন সরকারি হাসপাতাল ও নিজেদের বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাইন উদ্দিন খান মানিক জানান ,নতুন আক্রান্তদের বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউন করার পাশাপাশি আক্রান্তদের নিজেদের বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা সেবা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।