স্পোর্টস ডেস্ক : ঐতিহাসিক দিবা রাত্রির টেস্টে প্রথমবারের মতো গোলাপি বলে খেলতে নেমে গোটা ম্যাচ জুড়েই অপ্রাপ্তি এবং হতাশা জেঁকে রেখেছিল বাংলাদেশকে।
অভিষেক দিবা রাত্রির টেস্টটা যেন নিজেদেরই করে রাখল ভারত। দিন শেষে সব প্রাপ্তি তাদের ঝুলিতে।
প্রথমবারের মতো গোলাপি বলে খেলতে শুক্রবার (২২ নভেম্বর) মাঠে নেমেছিল বাংলাদেশ এবং ভারত।
চলমান সিরিজের ১ম টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর বাংলাদেশ ভালো করার প্রত্যয় নিয়ে খেলতে নেমেছিল ঐতিহাসিক এই দিবা রাত্রির টেস্ট। কিন্তু সব আসা ভরশা ভুল হয়ে গেছে মমিনুল বাহিনীর। টেস্টের প্রথম দিনে হতাশা ছাড়া আর কিছুই পায়নি সফরকারীরা।
বাংলাদেশের স্বপ্নভঙ্গ শুরু হয় ইনিংসের ৭ম ওভার থেকে। দলীয় ১৫ রানে ওপেনার ইমরুল কায়েস সাজঘরে ফিরে উইকেটের মড়ক লাগানো শুরু করেন। এরপর ৬০ রান তুলতেই বাংলাদেশের ৬ টপ অর্ডার সাজঘরে ফিরে যান। এমনকি অধিনায়ক মমিনুল হক, মুশফিকুর রহিম এবং মোহাম্মদ মিঠুন রানের খাতা না খুলেই তল্পিতল্পা গুছিয়ে সাজঘরে ফেরেন।
বাংলাদেশের কপালের দুর্ভাগ্যের রেখা পুরোপুরি ফুটে উঠে যখন লিটন দাস এবং নাইম হাসান ইনজুরিতে পড়ে ম্যাচ থেকে ছিটকে পড়েন। লিটন দাসের বদলি হিসেবে নামেন মেহেদী মিরাজ এবং নাইম হাসানের পরিবর্তে খেলতে নামেন তাইজুল।
ভারতের পেস তোপে ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিল না থামলেও ৩০.৩ ওভারে ১০৬ রানে ঠিকই থেমে যায় বাংলাদেশের ইনিংস। ফলে প্রথম ইনিংসে ভারতের লক্ষ্য হয়ে দাড়ায় ১০৭।