শেখ শামীম : নেত্রকোনার কলমাকান্দায় প্রেসক্লাব সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কলমাকান্দা উপজেলা শাখার আয়োজনে বাজেট প্রণয়নে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও কর্মসংস্থান খাতকে প্রাধান্য দিয়ে ৯৯% জনগণের বাজেটের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মো. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক কমরেড মৃত্যুঞ্জয় তালুকদারের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন কমরেড অনিমেশ সরকার, মো. নুরুল হক, সুভাষ সরকার ও শরীয়ত উল্লাহ প্রমুখ।

মানববন্ধনে এ সময় বক্তারা বলেন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, ভৌত কাঠামো নির্মাণ, নদী-খাল খনন, রাস্তাঘাট, ব্রীজ শক্তিশালীকরণ, সরকারি নিয়ম-নীতি মেনে প্রাকৃতিক সম্পদ উত্তোলন ও বাইপাস রাস্তা নির্মাণ এবং গরীব কৃষক মেহনতী মানুষের জন্য স্থায়ী রেশনিং ব্যবস্থা চালু করাসহ করোনা দুর্যোগকালে সরকারি অনুদান প্রকৃত ক্ষতিগ্রস্থরা পেয়েছে কিনা তা তদন্তক্রমে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।