নির্মলেন্দু সরকার বাবুল : মন্দিরের দুই সিসি ক্যামেরার একটির সংযোগ কেটে এক দুঃসাহসিক চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পৌর সদরের কলেজ রোড় এলাকার সুরুজ আলীর ছেলে ইউসুফ আলী (১৯) এবং পেশায় রাজমিস্ত্রির সহকারি।

বুধবার (২৫ জুন) দুপুরে দুর্গাপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইউসুফকে পাঠালে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। এ ঘটনায় আসামি ১৬৪ ধারায় জবানবন্দিতে দুঃসাহসিক চুরির সাথে জড়িত থাকার দায় আদালতে কাছে স্বীকার করেছে বলে জানায় পুলিশ।

এ চুরির ঘটনার ৭২ ঘন্টার মধ্যে মন্দিরে চুরি যাওয়া অংশিক অলংকার সহ সরাসরি জড়িত থাকায় ইউসুফকে আটক করাতে উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি এড. মানেশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক

নির্মলেন্দু সরকার বাবুল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক বিপ্লব মজুমদার, কালীবড়ি মন্দির কমিটির সভাপতি রঞ্জিত সেন, দুর্গাপুর থানা পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

দুর্গাপুর থানার ওসি মো. মিজানুর রহমান জানান, পৌর সদরে কালী মন্দিরে চুরির ঘটনাটি একটি কৌশলী চোর চক্রের অংশ। ঘটনার সাথে সম্পৃক্ত থাকায় একজনকে অল্প সময়ের মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। কোন মহল যাতে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে না পারে, সেজন্য সকলের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা কামনা করেছেন তিনি।