জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় ৪ হাজার ৯৬২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। উপজেলায় এবার ৮টি কেন্দ্রে একযোগে রোববার ০২ নভেম্বর থেকে এ পরীক্ষা শুরু হচ্ছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার ৬টি কেন্দ্রে ৪ হাজার ২৫৪ জন জেএসসি ও ২টি কেন্দ্রে ৭১৮ জন জেডিসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। এরমধ্যে জেএসসিতে ৬টি কেন্দ্রের মধ্যে সরিষাবাড়ী আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৫৭ জন, সরিষাবাড়ী আরইউটি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭৭৩ জন, বয়ড়া ইসরাইল আহম্মেদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭৩৩ জন, দৌলতপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭১৪ জন, পিংনা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫২৬ জন, চাপারকোনা মহেশচন্দ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৫১ জন এবং জেডিসিতে ২টি কেন্দ্রের মধ্যে আরামনগর কামিল মাদ্রাসা কেন্দ্রে ৫০৯ জন ও দৌলতপুর ফাজিল মাদ্রসা কেন্দ্রে ২০৯ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করছে।