স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ঢাকুয়ায় ক্যাথলিক মিশনে গারো খ্রীষ্টান ধর্মালম্বীদের খ্রীষ্ট রাজার মহাপর্ব উপলক্ষে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব ওয়ানগালা-১৯ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী ওয়ানগালা অনুষ্ঠানে গারো সম্প্রদায়ের নারী শিশুসহ সব শ্রেনীর শতশত মানুষ উপভোগ করেন। আজ রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্য্যমে ভক্তরা নতুন ফসল খ্রীষ্ট রাজার উদ্দেশ্যে সমর্পণ করে নিজেদের কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে সাধু পিতরের ধর্ম পল্লীর প্রধান পুরোহিত ফাদার সিমন হাচ্চার সভাপতিত্বে এক আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকুয়া ইউনিয়নের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন মন্ডল, জার্মান থেকে আগত অতিথি শিক্ষক ব্রায়ানহার্ট, ময়মনসিংহ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মতিউল আলম, ময়মনসিংহ সঙ্গীত বিদ্যালয়ের পরিচালক ও দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি নজীব আশরাফ ও ধোবাউড়ার ভালুকাপাড়া সেনট তেরেজার্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মার্শেল চিছাম। অনুষ্ঠান পরিচালনা ও উপস্থাপনায় ছিলেন ফাদার তিতুস মৃ, তিথি ম্রং ও মনেস নকরেক। গারোদের ঐহিত্যবাহী পাহাড়ী ঝুম নৃত্য ছাড়াও শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে। অতিথি শিল্পী হিসেবে গান পরিবেশন করেন সাংবাদিক নজীব আশরাফ। ওয়ানগালা উপলক্ষে মিশন প্রাঙ্গণ নানাভাবে সাজানো হয়।