অনলাইন ডেস্ক : ট্যাংক লড়ি শ্রমিক ইউনিয়ন সিলেট বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক ইকবাল হোসেন রিপন হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়ে কিশোরগঞ্জের ভৈরবে জ্বালানি তেল সরবরাহ বন্ধ রেখে সকাল-সন্ধ্যা কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।

বাংলাদেশ কেন্দ্রীয় ট্যাংক লড়ি শ্রমিক ইউনিয়নের সাথে একাত্বতা পোষণ করে ভৈরবে রোববার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত জ্বালানি তেল সরবরাহ বন্ধ রাখার ঘোষনা দেওয়া হয়। ফলে ভৈরবের মেঘনা ও যমুনা দুই ডিপু থেকে নেত্রকোণ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুরসহ ছয় জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। এতে করে ভৈরবে একদিনে অন্তত ১২লাখ লিটার জ্বালানি তেল সরবরাহ ব্যহত হচ্ছে। উলে­খ্য, গত শুক্রবার রাত সোয়া দশটায় সিলেটের দক্ষিণ সুরমার ভাবনা পয়েন্ট এলাকায় সিলেট ট্যাংক লড়ি শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ইকবাল হোসেন রিপণকে ছুড়িকাঘাত করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।