মো. আনোয়ারুল ইসলাম ভূঞা : কিশোরগঞ্জে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড এবং একই সাথে এক লাখ টাকা অর্থদন্ড দিয়েছে আদালত। সোমবার সকালে ১ নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। মামলার বিবরণে জানা যায়, সদর উপজেলার মারিয়া ইউনিয়নের করমলি এলাকায় ইসরাহিল মিয়া ও তার পুত্র মামুন মিয়ার সাথে জমি সংক্রান্ত বিরোধ ও পারিবারিক কলহে ২০০৮ সালে জুলাই মাসে রাতে দা দিয়ে পিতাকে এলোপাতারি কুপিয়ে জখম করে। ঘটনার পর পরই ঘাতক ছেলে মামুন বাড়ি ছেড়ে পালিয়ে যায়। পরে আহত ইসরাহিল মিয়ার চিৎকার শুনে এলাকাবাসি তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসরাহিল মিয়াকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে মামুনের সৎ মা রেখা আক্তার বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামি পুত্র মামুন পলাতক রয়েছেন।