‘‘বৃক্ষ নেই প্রাণের অস্তিত্ব নেই। বৃক্ষহীন পৃথিবী যেন প্রাণহীন মহাশ্মশান” অফুরন্ত সৌন্দর্যের একমধুর নিকুঞ্জ আমাদের এই দেশ। এই দেশকে সুশীতল ও বাসযোগ্য করে রাখার ক্ষেত্রে বৃক্ষের অবদান অনস্বীকার্য।

এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে জেলা কমান্ড্যান্ট এর কার্যালয় আনসার ও ভিডিপি, ময়মনসিংহের আয়োজনে রবিবার আনসার ও ভিডিপি, ময়মনসিংহ রেঞ্জ কার্যালয় মাঠে জাতীয় বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে ময়মনসিংহ জেলার প্রতিটি উপজেলায় ইউনিয়ন, ওয়ার্ড, দলনেতা ও দলনেত্রীদের মাঝে ফলজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি ময়মনসিংহ রেঞ্জের, রেঞ্জ পরিচালক হিরা মিয়া, এ এইচ এম মেহেদী হাসান, জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি, ময়মনসিংহ, মুহাম্মদ সোহাগ পারভেজ, সহকারী জেলা কমান্ড্যান্ট, মোহাম্মদ ওসমান গণি, সার্কেল অ্যাডজুট্যান্ট, মোঃ রমজান মিয়া, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এবং তুষার কান্তি দাস সার্কেল অ্যাডজুট্যান্ট, আনসার ও ভিডিপি, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ।

এরপর রেঞ্জ পরিচালক রেঞ্জ কার্যালয়ে নবগঠিত রেষ্ট হাউজের পাশে একটি বাগান বিলাস গাছের চারা রোপন করেন। (প্রেস বিজ্ঞপ্তি)