হাবিবুর রহমান : অনফার্স ওয়াটার ম্যানেজমেন্ট এবং ইরিগেশন ইকুপমেন্ট এর উপর গতকাল মঙ্গলবার উপ-সহকারী প্রকৌশলী বিএডিসি (ক্ষুদ্রসেচ) ইউনিট ফুলবাড়ীয়া কার্যালয়ে ৩ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। কৃষক প্রশিক্ষণটি উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মালেক সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক এমডিএমআইডিপি বিএডিসি ময়মনসিংহ প্রকৌশলী বদরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী বিএডিসি ময়মনসিংহ রিজিয়ন প্রকৌশলী রনি সাহা, সহকারী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) ময়মনসিংহ জোন সারোয়ার জাহান, সহকারী প্রকৌশলী ময়মনসিংহ নির্মান জোন আতিকুর রহমান, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. আমিনুল ইসলাম খাইরুল, উপ-সহকারী প্রকৌশলী ফুলবাড়ীয়া (ক্ষুদ্রসেচ) ইউনিট আসিফ মাহমুদ প্রমূখ। সহকারী প্রকৌশলীর বিএডিসি ময়মনসিংহ (ক্ষুদ্রসেচ) জোন এর আয়োজনে এ প্রশিক্ষণের অর্থায়নে সহযোগিতা করছে এমডিএমআইডিপি প্রকল্প।