গোলাম রব্বানী টিটু : বুধবার সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে কৃষক কৃষাণীদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য আলহাজ্ব এ.কে.এম ফজলুল হক, বিশেষ অতিথি হিসাবে শেরপুর জেলা উপ-পরিচালক আশ্রাফুল ইসলাম, কৃষি অফিসার হুমায়ুন কবির, এ.কে.এম সামেদুল হক, শাহ আলম প্রমূখ। উপজেলার ৭টি ইউনিয়নে ৫১০জন কৃষক কৃষাণীদের মাঝে মুগ ডাল, সূর্যমূখি বীজ, ভুট্রা ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়। অপর দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সেচ্ছাসেবী মহিলা সংঘটনের মাঝে মহিলা অধিদপ্তরের বাস্তবায়নে, মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিনের পরিচালনায় উপজেলার ১৮টি সংঘটনে ৩ লাখ ৩৫ হাজার টাকার চেক বাৎসরিক অনুদান হিসাবে হস্তান্তর করেন শেরপুর তিন আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক ।