অনলাইন ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে পদ্মাসেতুর ছবি, ভিডিও ও তথ্যাদি প্রকাশে প্রকৌশলীদের নিষেধাজ্ঞা দিয়েছেন প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম। শনিবার এ সংক্রান্ত একটি চিঠি সেতু প্রকল্পের প্রকৌশলীদের কাছে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দিয়ে বলেছে যে, তারা যেন বহুল-প্রত্যাশিত সেতুর নির্মাণ কাজের কোনো তথ্য, ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার না করেন। আরও বলা হয়েছে, ‘কোনো বিপজ্জনক ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগসহ সেতু সংক্রান্ত কোনো আলোচনা ও ভাবনা-চিন্তা ফেসবুক, ভাইবার, হোয়াটঅ্যাপ ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া যাবে না। তবে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী ও অধস্তনরা ইমেইল, এসএমএস বা লিখিতভাবে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

এ বিষয়ে পদ্মাসেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, প্রকল্পে ২৫০ জন প্রকৌশলী, কন্ট্রাকটারসহ প্রায় এক হাজার জন কাজ করেন। সবাই যার যা খুশি শেয়ার দেবে? যেকোনো একজন কিংবা দুইজন দেবে। তবে এক হাজার প্রকৌশলী তাদের আইডি থেকে শেয়ার দেবে এটা তো গ্রহণযোগ্য নয়।