সোহরাব উদ্দিন খান : ময়মনসিংহ সি.কে ঘোষ রোডস্থ দ্বারা বুধবার সন্ধ্যায় ৬টায় দুর্জয় টেলিকমের মালিক বিপুল সাহাকে মো: হারুন এর চেম্বারে নিয়ে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং মারধোর করার প্রতিবাে বৃহস্পতিবার সকাল ১১ টায় হারুন টাওয়ারের নিচে ব্যবসায়ীদের পক্ষ থেকে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে হারুন টাওয়ার এর মালিক হারুন ও তার ছেলেসহ সকল সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে বক্তব্য রাখেন, সবুজ লস্কর, মাহবুবুল আলম বাবু, এমদাদুল হক বিশ্বাস, উজ্জ্বল বিশ্বাস, , বিপুল সাহা সহ অনেকে।

বক্তারা বলেন হারুন টাওয়ারের মালিক হারুনের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। নারী কেলেঙ্কারী ও ইয়াবা ব্যবসা সহ তিনি কয়েকবার প্রশাসনের হাতে গ্রেফতার হলেও আইনের ফাকফোকরে তিনি বেরিয়ে আসেন এখনও বিভিন্ন ব্যবসায়ীদেরকে তার ছেলে ও নিজস্ব বাহিনী দিয়ে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে। দুর্জয় টেলিকম মালিকের ওপর হামলার প্রতিবাদে ময়মনসিংহ কোতোয়ালী থানায় ডিজি করা হয়েছে। এই সন্ত্রাসী বাহিনী গ্রেফতার না হওয়া পর্যন্ত হারুন টাওয়ার বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।