ধোবাউড়া প্রতিনিধি : ময়মনসিংহের ধোবাউড়ায় অলিখিত ষ্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের গোবিনপুর গ্রামে এ অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, ধোবাউড়া উপজেলার গোবিনপুর গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে আঃ কুদ্দুছ (৪০) কাছ থেকে পাতাম মৌজাস্থিত ৭৪ নং দাগে ৩৫ শতাংশ জমি ৭,০০,০০০/ (সাত লক্ষ) টাকা মূল্য সাব্যস্থ করিয়া ক্রয় করার জন্য সম্মতি প্রকাশ করেন রাজদেওমা গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে মোঃ সাইদুল ইসলাম (৫০)।

জমি ক্রয় করার সম্মতি প্রকাশ করার পর, পাচঁশত পঞ্চাশ টাকার অলিখিত ষ্ট্যাম্পে লিখিত বায়না নামা (চুক্তিপত্র) করিবে বলিয়া রাজদেওমা গ্রামের মোঃ আক্তার আলীর ছেলে (দলিল লেখক) মোঃ আজিজুল সরকার গত ০৬.০৬.২০২০ তারিখ অনুমান ১১টার সময়, আঃ কদ্দুছের স্বাক্ষর নেয়। পরবর্তীতে কোন টাকা না দিয়া জমি রেজি: দলিল করিয়া না নিয়া অলিখিত ষ্ট্যাম্পে স্বাক্ষর নিয়া বিভিন্ন ভাবে হয়রানি ও হুমকি দিয়া আসিতেছে বলে অভিযোগ সুত্রে জানা গেছে। এ ঘটনায় আদালতে মোকদ্দমা দায়ের করার প্রস্তুতি চলছে।