রিয়াজ রহমান,জগন্নাথপুর(সুনামগঞ্জ) সংবাদদাতা : সুনামগঞ্জের জগন্নাথপুরে নিষিদ্ধ ভারতীয় বিড়ির চালান নিয়ে যাওয়ার পথে একটি কারসহ বিড়ির চালানসহ গাড়ীতে থাকা দুইজনকে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।

জগন্নাথপুর থানা পুলিশ জানান, বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর এলাকায় অবস্থিত অস্থায়ী থানা ভবনের সামনে দিয়ে জগন্নাথপুর-রানীগঞ্জ-আঞ্চলিক মহাসড়ক হয়ে একটি কার (যার নং ঢা-মেট্রো-গ-১১-৯১৪১) করে বিপুল পরিমান নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি নিয়ে যাওয়ার সময় জগন্নাথপুর থানা পুলিশ গাড়িটি আটক করে।

এসময় গাড়িতে থাকায় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো সিলেট জেলার ওসমানিনগর উপজেলার সিকন্দরপুর গ্রামের মৃত মতিন মিয়ার ছেলে ইমন মিয়া (৩০) ও বালাগঞ্জ উপজেলার ইলাশপুর গ্রামের মৃত আজাদ মিয়ার ছেলে ফজলুর রহমান (২৮)। অভিযানে অংশ নেয়া জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, আটক ব্যক্তিরা ওসমানিনগর থেকে জগন্নাথপুরের রানীগঞ্জ বাজারের উদ্যেশ্যে ২ লাখ ১০ হাজার পিছ ভারতীয় বিড়ির চালান নিয়ে যাওয়ার পথে অস্থায়ী থানা ভবনের সামনে পুলিশ নাসির বিড়ি ও গাড়ীসহ দুইজনকে গ্রেফতার করে।