১৩তম এসএ গেমসের প্রথম দিন ১৬টি পদক জেতে বাংলাদেশ। এর মধ্যে তায়কোয়ান্দোতে স্বর্ণ জেতেন দিপু চাকমা। প্রথম দিন এই একটি স্বর্ণই আসে বাংলাদেশের পদক তালিকায়। তায়কোয়ান্দো থেকে দিপুর স্বর্ণ ছাড়াও আসে দুটি ব্রোঞ্জ। এর আগে এবারের গেমসে বাংলাদেশের প্রথম পদক আসে নারী কারাতে খেলোয়াড় হোমায়রা আক্তার অন্তরার মাধ্যমে। তিনি লড়েন মেয়েদের কাতা এককে। ৫ প্রতিযোগীর মধ্যে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জেতেন তিনি। এরপর পুরুষ বিভাগে একই ইভেন্ট থেকে ব্রোঞ্জপদক জেতেন মোহাম্মদ হাসান। তবে ২০১০ সালে এই ইভেন্টে স্বর্ণপদক জিতেছিলেন তিনি। কিন্তু এবার সেটি আর পুনঃরুদ্ধার করতে পারেননি হাসান। ছেলে-মেয়েদের এককে পদক জেতার পর মেয়েদের দলীয় কাতাতেও ব্রোঞ্জপদক জেতে বাংলাদেশ।
সোমবার (২ নভেম্বর) বাংলাদেশের হয়ে প্রথম দিন স্বর্ণপদক এনে দেন তাইকোয়ান্দো খেলোয়াড় দিপু চাকমা। তিনি ২৯ বা এর বেশি ওজনের প্রতিযোগীদের ইভেন্ট পুমসে এই পদক জেতেন। আর এবারের গেমসে বাংলাদেশের প্রথম পদক আসে নারী কারাতে খেলোয়াড় হোমায়রা আক্তার অন্তরার মাধ্যমে। তিনি জেতেন ব্রোঞ্জপদক। তার পদকটি আসে মেয়েদের কাতা এককে। আর প্রথম রৌপ্যপদকটি আসে কারাতেরই আরেক শাখা নারী কুমিতেতে। ৪৫ কেজির কম ওজনের প্রতিযোগিতায় পদকটি জেতেন তিনি।
এসএ গেমসের এ আসরে বাংলাদেশকে প্রথম স্বর্ণ এনে দেয়া দিপু চাকমা চাকরি করেন বাংলাদেশ সেনাবাহিনীতে। দিপু এসএ গেমসের স্বর্ণপদক পাওয়ার আগে বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় পাঁচটি স্বর্ণপদক ও একবার রুপার পদক জেতেন। তিনি এবারই দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আসর এসএ গেমসে খেলতে আসেন। আর প্রথমবারেই বাজিমাত করলেন তিনি।