টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইলের সবচেয়ে বড় কলার হাট সখীপুরের কুতুবপুর বাজার। সপ্তাহে দুইদিন কলার হাট বসে কুতুবপুর বাজারে। শনিবার বিকেল থেকে রোববার সকাল এবং মঙ্গলবার বিকেল থেকে বুধবার সকাল পর্যন্ত চলে হাট। এ হাটে সপ্তাহে প্রায় কোটি টাকার কলা বিক্রি হয়। সারাদেশে এ হাটের কলার ব্যাপক চাহিদা রয়েছে। প্রতি সপ্তাহে প্রায় কোটি টাকার কলা বিক্রি হয়। এখানে টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেটসহ বিভিন্ন স্থানের ব্যাপারীরা এ হাটে কলা নিয়ে আসেন।

ব্যাপারীরা জানান, প্রতি সপ্তাহে এ হাটে ৫০-৬০ ট্রাক কলা আসে। প্রতি কাদি কলা ১৫০-৫০০ টাকায় বিক্রি হয়। তবে কাদি, স্বাদ ও মানভেদে দাম ওঠানামা করে।

ছোট আকারের কলা প্রতি কাদি ১৫০ টাকা, মাঝারি আকারের কাদি তিনশ টাকা, বড় আকারের কাদি ৪৫০-৫০০ টাকায় বিক্রি হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূরুল ইসলাম বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার কলার বাম্পার ফলন হয়েছে। মান ও স্বাদ ভাল থাকায় কুতুবপুরের কলার ব্যাপক চাহিদা রয়েছে।