গোলাম রব্বানী টিটু : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদরে শুক্রবার শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন হচ্ছে।

ভোট গ্রহণের আশপাশ এলাকার রাস্তার দু পার্শ্বে রং বে রং পোষ্টার টানিয়ে সমর্থকদের ভিড় করতে দেখা গেছে। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচনে ৪১৩ জন ভোটার তাদের প্রছন্দ প্রার্থীকে ভোট প্রয়োগ করবেন। নির্বাচনে ৯ জনের বিপরীতে ২১ জন প্রার্থী প্রতিন্ধন্ধিতা করছেন। উপজেলা সমবায় অফিসার ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান শান্তি প্রিয় ভাবে পুলিশ প্রশাসনসহ সকলের সহযোগিতায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে সভাপতি, একজন সহ-সভাপতি, সাধারণ সম্পাদক. কোষাধ্যক্ষ ও ৫ জন সাধারণ সদস্য সহ মোট ৯ জন নির্বাচিত হবেন।

উল্লেখ্য, নির্বাচনের চলাকালীন অধিকাংশ প্রার্থী, ভোটার ও তাদের সমর্থকদের মাস্ক পরিধান ছাড়া চলাফেরা করতে দেখা গেছে। কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে স্বান্থ্য বিধি না মেনে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ফলে সচেতন মহলকে ভাবিয়ে তুলেছে।