স্টাফ রিপোর্টার : ফ্রান্সের বিশ্বখ্যাত ব্র্যান্ড টোটাল সারা পৃথিবী জুড়ে ১৩০টির বেশি দেশে ৯৫ বছরের ও বেশি সময় ধরে আস্থার সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। বাংলাদেশে ১৮ বছরের ও বেশি সময় ধরে বিশ্বাস এবং আস্থার সাথে ফ্র্যান্সের টোটাল গ্যাস একটি সমাদৃত নাম। বাংলাদেশ টোটাল গ্যাসের উদ্যোগে ব্যবসার পরিধি ও সাধারণ মানুষের কথা চিন্তা করে গুনগত মান নিশ্চিত করে ময়মনসিহ বিভাগীয় পর্যায়ের সকল এলপিজি ডিস্ট্রিবিউটরদের নিয়ে এক কনফারেন্সের আয়োজন করে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকালে নগরীর নতুন বাজার সংলগ্ন অবন্তি রেষ্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ টোটাল গ্যাসের হেড অফ মার্কেটিং এন্ড সেল্স অফিসার মজিবুর রহমান, এ.জি.এম ওসমান আলী, সেল্স ম্যানেজার মামুনুর রশিদ, সহকারি সেল্স ম্যানেজার এমএম হাসানুজ্জামান, এড়িয়া সেল্স ম্যানেজার আকরামুজ্জামান প্রমূখ। টোটাল গ্যাসের হেড অফ মার্কেটিং এন্ড সেল্স অফিসার মজিবুর রহমান বলেন, দাম কম হলেই চলবে না বরং মানগত দিক দিয়ে বিচার বিবেচনা করতে হবে। আমরা চাই মানুষের র্দীঘ সময় ধরে টোটাল গ্যাস ব্যবহার করুক।