ধোবাউড়া প্রতিনিধি : ধোবাউড়ায় চলতি মৌসুমে সরকারীভাবে আমন ধান ক্রয়ের জন্য আবেদনকৃত কৃষকদের মধ্য থেকে লটারির মাধ্যমে কৃষক বাছাই করা হয়েছে। বুধবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই লটারি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম,উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা খাতুন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফ আলী, কৃষি অফিসার ওমর ফারুক, বাঘবেড় খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) সালাউদ্দিন, কৃষকলীগের সাধারন সম্পাদক আনিসুর রহমান ঈমান প্রমুখ। উপজেলার ৭ ইউনিয়ন থেকে মোট ১৪১৫ জন কৃষকের কাছ থেকে সরকারীভাবে আমন ধান ক্রয় করা হবে।