মোঃ সোহরাব উদ্দিন খান : মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ব্যতিক্রমধর্মী অঙ্গ সংগঠন পেশাজীবী মুক্তিযুদ্ধা সংসদ সন্তান কমান্ড ময়মনসিংহ জেলা শাখা'র পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি, মুজিব জন্ম শতবর্ষ ও ভিশন ২০২১ সফল করণে মুক্তিযোদ্ধার সন্তানদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা শনিবার (৩ অক্টোবর ২০২০) সন্ধ্যা ৬টায় মহানগরীর গাঙ্গিনার পাড় দারুচিনি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি ও খাদ্য বিভাগের কর্মকর্তাএবিএম ফজলে রানা, অনুষ্ঠান পরিচালনা করেন কমিটির সাধারণ সম্পাদক ও কৃষি ব্যাংকের কর্মকর্তা মোঃ রেজাউল করিম। এ সময় কমিটির নেতৃবৃন্দ মুজিব জন্মশতবর্ষের সফলতা কামনা করেন এবং প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন। নেতৃবৃন্দ আগামী বছর অনুষ্ঠিতব্য স্বাধীনতার রজত জয়ন্তীর সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে ৫১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির সদস্যগণ নিজ নিজ পদবী সহ সংক্ষিপ্ত পরিচয় উপস্থাপন করেন। আলোচনা সভায় উপস্থিত ময়মনসিংহ জেলায় বিভিন্ন সরকারি দপ্তর অধিদপ্তর পরিদপ্তর স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এ কর্মরত মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে গঠিত কার্যকরী কমিটির সকল নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধের চেতনা অম্লান রেখে সামনে এগিয়ে যাওয়ার অঙ্গীকারাবদ্ধ হন।