গোলাম রব্বানী টিটু : সারাদেশে একযোগে ৯হাজার ৬শ ১২টি স্থানে ১৭অক্টোবর শনিবার সকাল ১০টায় মানবিক পুলিশের চোখে জনতার আকাঙ্খা লেখা থাকে এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারী ধর্ষণ ও নির্যাতন রিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ সময় সমাবেশে বক্তব্য রাখেন, শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন, উপজেলা চেয়ারম্যান এস.এম. এ ওয়ারেজ নাইম, সদর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আনার উল্লাহ, শিক্ষার্থী ইসরাত জাহান মিতা, মোশারফ হোসাইন প্রমুখ। এ ছাড়াও মুক্তিযোদ্ধা, শিক্ষক, ঈমাম কাজী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উন্মুক্ত মঞ্চে নারী ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে পরামর্শ প্রদান করেন।