মো. কামরুল হাসান : সদ্য প্রয়াত জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক সফল রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদ এর স্মরণে ময়মনসিংহের কৃষ্টপুর দিল রওশন জামে মসজিদ ঈদগাহের মাঠে মাসব্যাপী মিনি ফুটবল স্মৃতি টুর্ণামেন্ট-২০১৯ শুভ উদ্বোধন হয়েছে। ময়মনসিংহ মহানগর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি’র আয়োজনে টুর্ণামেন্ট শুভ উদ্বোধন করেন জাতীয় পার্টির ময়মনসিংহ মহানগর সভাপতি মো. জাহাঙ্গীর আহমেদ। খেলার প্রথম দিনে কাচিঝুলি বয়েজ ক্লাব এবং কৃষ্টপুর আল্লাহ ভরসা ক্লাবের মাঝে খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় কৃষ্টপুর আল্লাহ ভরসা ক্লাব জয়লাভ করে। এসময় বিশেষ অতিথি ময়মনসিংহ মহানগর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি’র সভাপতি বাদশা মিয়া, ১৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জামাল হোসেন রোজ, কৃষ্টপুর দিল রওশন জামে মসজিদ বাইলেন কমিউনিটি পুলিশিং এর সহ সাধারণ সম্পাদক কামরুল হাসান খোকন, ১৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজ্বী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো. দুলাল মিয়া, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল আলম, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, ময়মনসিংহ মহানগর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি’র সহ-সভাপতি মিজানুর রহমান মন্টুসহ অনেকে উপস্থিত ছিলেন। খেলাটিতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ কৃষ্টপুর দিল রওশন জামে মসজিদ বাইলেন কমিউনিটি পুলিশিং এর সভাপতি আবুল হোসেন।