এস,এইচ,এম, এহসান : জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন পাঠান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র (দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মোহাম্মদ ফজলুল করিম, ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন সামস, মনসুর আলী খান প্রমূখ।

সভায় উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ বলেন, অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন, ৪নভেম্বর পর্যন্ত নদীতে ইলিশ মাছ শিকার, বিএসটিআই অনুমোদন ব্যতিত ও নোংরা পরিবেশে বেকারী ব্যবসা, লাইসেন্সবিহীন যত্রতত্র সিলিন্ডার গ্যাসের দোকান, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য যেমন- চাল, ডাল, আলু, পিঁয়াজ ইত্যাদি সরকারী নির্দেশ মোতাবেক বিক্রি হচ্ছে কিনা এ ব্যাপারে মনিটরিং ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সিদ্ধান্ত নিচ্ছি খুব শিঘ্রই। এ সময় আরামনগর বাজার যানজট নিরসনে দায়িত্বপ্রাপ্ত পৌর মেয়রকে বিষয়টি বিবেচনায় আনার ব্যাপারেও তিনি বলেন।

এছাড়া রাতে যমুনার সময় এবং ফিরতি পথের সময়টুকুতে ছিনতাইকারীর কথা চিন্তা করে সাধারন মানুষের নিরাপত্তার ব্যাপারে আনসার বা পুলিশ বাহিনীর ব্যবস্থা করা যায় কিনা এ ব্যাপারেও বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান জেলী আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর, উপজেলা খাদ্য পরিদর্শক গুলে জান্নাত নার্গিস,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোজাম্মেল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার রুহুল আমীন বেগ, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হালিম, সহকারী মাধ্যমিক অফিসার মোহাম্মদ উল্লাহ, প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীন, তথ্য প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সাখাওয়াত আলম মুকুল, উপজেলা প্রশাসনের অন্যান্য উর্ধতন কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়াম্যানবৃন্দ ও বিভিন্ন দপ্তরের প্রধানগণসহ আরও অনেকে।