শেখ শামীম : নেত্রকোণার কলমাকান্দায় পুলিশ ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে ৩৯টি ভারতীয় গরু উদ্ধার করেছে। জব্দকৃত গরুগুলো বিজিবি পাঁচগাও বিওপি'র হেফাজতে রাখা হয়েছে।

গত সোমবার সন্ধ্যায় উপজেলার রংছাতি ইউনিয়নের সীমান্তবর্তী পাঁচগাও জিরো পয়েন্ট লুকিয়ে রাখা এই গরুগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও বিজিবি এবং স্থানীয় সুত্রে জানা গেছে, গত সোমবার (০২ নভেম্বর) সন্ধ্যায় কলমাকান্দা উপজেলার নকলাই সীমান্ত দিয়ে বিজিবির চোখ ফাঁকি দিয়ে ৩৯টি ভারতীয় গরু চোরাই পথে এপারে নিয়ে এসে পাঁচগাও নতুন বাজার দিয়ে পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ ও নেত্রকোণা ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পাঁচগাও বিওপির সদস্যরা যৌথ অভিযান চালায়। যৌথ অভিযানের টের পেয়ে় গরুগুলোকে রেখে চোরাকারবারীরা দ্রুত পালিয়ে যায়। এসময় ৩৯টি ভারতীয় গরু উদ্ধার করা হয়েছে ।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অবৈধভাবে চোরাইপথে ভারতীয় জব্দকৃত গরুগুলো পাঁচগাও (বিজিবি) বিওপির হেফাজতে রাখা হয়ে়ছে।

নেত্রকোনার বিজিবি’র (৩১ ব্যাটালিয়ান) অধিনায়ক লে. কর্ণেল সাব্বির আহমেদ জানান আটককৃত ৩৯টি গরু নেত্রকোনা কাষ্টমস অফিসে জমা করা হবে।