অনলাইন ডেস্ক : মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে বসতে যাচ্ছে পদ্মাসেতুর ৩৬তম স্প্যান। সেতুর ২ ও ৩ নম্বর পিলারের উপর ‘১-বি’ নামের এ স্প্যান বসানো হবে। এরমধ্য দিয়ে সেতুর ৫ হাজার ৪০০ মিটার দৃশ্যমান হবে। যদি আবহাওয়ায় পরিবর্তন ও ত্র“টি না দেখা দেয় তাহলে বৃহস্পতিবার বিকেলে সেতুর ৩৬তম স্প্যান বসানো হবে বলে নিশ্চিত করেন পদ্মাসেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের।

তিনি জানান, মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্প্যান নিয়ে ভাসমান ক্রেন তিয়ান-ই নির্ধারিত পিলারের উদ্দেশ্যে রওনা হয়, পরে বেলা সাড়ে ১২টার দিকে নির্ধারিত পিলারের কাছে স্প্যান পৌঁছায়। এরপর সংশ্লিষ্ট প্রকৌশলীরা স্প্যানটি বসানোর কার্যক্রম শুরু করেছে। যদি আলো স্বল্পতা না দেখা দেয় তাহলে আজকেই স্প্যান বসানো সম্ভব হবে। তা না হলে শুক্রবার সকালে স্প্যান বসানো সম্পন্ন হবে।