রফিকুল ইসলাম : নেত্রকোনার কেন্দুয়ায় বাংলা সাহিত্যের নন্দিত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের ৭২তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় কেন্দুয়া প্রেসক্লাব কার্যালয়ে হুমায়ূন আহমেদ স্মৃতি সংসদের উদ্যোগে জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটেন স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। হুমায়ূন আহমেদের স্মৃতি সংসদের সভাপতি সাংবাদিক মজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জীবনের পরিচালনায় কেক কাটার আগে হুমায়ূন আহমেদকে নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন কবি নেহাল হাফিজ।
এসময় উপস্থিত ছিলেন কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ নেওয়াজ,কেন্দুয়া প্রেসক্লাব সিনিয়র সহসভাপতি আবু বকর সিদ্দীক,সহ-সভাপতি বিজয় রজক,সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল,সিনিয়র সাংবাদিক আশরাফ উদ্দিন ভূইঁয়া,সুনীল পোদ্দার,আব্দুল হাই সেলিম,রাখাল বিশ্বাস,এম আব্দুল ওয়াদুদ ভূইঁয়া,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূইঁয়া,শহিদুল হক ফকির বাচ্চু,সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর ভূইঁয়া,প্রচার সম্পাদক দীপক ব্যানার্জী,শ্রম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম আঙ্গুর,সাংবাদিক মামুনুর রশিদ মামুন, কিশোর কুমার শর্মা,জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ প্রমূখ।