অনলাইন ডেস্ক : আয়তনে দেশের সর্ববৃহৎ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) গৌরব ও সাফল্যের ৫৫ বছরে পা দিলো আজ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় ১৯৬৬ সালের ১৮ নভেম্বর। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেহপুর ইউনিয়নের জোবরা গ্রামে পাহাড়ঘেরা ২১০০ একর সমতল-উঁচুনিচু ভূমিতে প্রতিষ্ঠিত হয় এ বিশ্ববিদ্যালয়টি।

প্রতিষ্ঠাকালীন সময়ে বাংলা, ইংরেজি,ইতিহাস ও অর্থনীতি এ চারটি বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়।

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সবচেয়ে বড় এ বিদ্যাপীঠ যেন প্রকৃতি আর মানব প্রাণের মেলবন্ধন।

সবুজ বৃক্ষসারির ওপর উড়ন্ত বিচিত্র রঙের হরেক রকম পাখি, সবুজ পাহাড়ের কোলে থাকা হরিণ, অজগর কিংবা বিচিত্র আর দুর্লভ প্রাণীর জীবন্ত জাদুঘর চবি ক্যাম্পাস।

ঝুলন্ত সেতু, ঝর্ণাধারা, উদ্ভিদ উদ্যান, জাদুঘর, রহস্যময় চালন্দা গিরিপথ কিংবা সুবিশাল মাঠ কি নেই চবি ক্যাম্পাসে!

যাত্রালগ্নের চারটি বিভাগের স্থলে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ৯টি অনুষদের অধীনে ৪৮ টি বিভাগ রয়েছে। এছাড়াও রয়েছে ৭টি ইনস্টিটিউট এবং ৬টি গবেষণা কেন্দ্র। যাতে রয়েছে ২৩ হাজার ৫৫৪ জন শিক্ষার্থী। আর পাঠদানে নিয়োজিত রয়েছেন ৯২৫ জন শিক্ষক।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যাত্রালগ্নে প্রথম ভিসি হিসেবে দায়িত্ব পান প্রফেসর ড. আজিজুর রহমান (এ আর) মল্লিক।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ১৮তম ভিসি হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর ড. শিরীণ আখতার।