ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় শত্রুতা করে রাতে আঁধারে খোরশেদ আলম নামে এক কৃষকের সাড়ে ৪বিঘার জমির ৮সহস্ত্রাধিক শিম গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা। এতে কৃষকের প্রায় ৫লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। এ ঘটনায় কৃষক বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে ভালুকা মডেল থানায় একটি অভিযোগ দিয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলা তালাবহ গ্রামে মঙ্গলবার রাতে। খোরশেদ আলম জানান,আমার শিম ক্ষেতের একটি গাছও কাটার বাকী রাখে নাই।
কি অপরাধে কে আমার এতো বড় সর্বনাশ করলো আমি কিছুই বলতে পারবো না। এ ঘটনায় কাওকে সনাক্ত না করে একটি অভিযোগ থানায় দিয়েছি।
ভালুকা মডেল থানা ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত আমার হাতে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেব।

জানা যায়, তালাবহ গ্রামের বাসিন্দা মৃত আব্দুস সাত্তার ছেলে খোরশেদ আলম সিডস্টোর এলাকার বাসিন্দা হাজী আসাদের কাছ থেকে সাড়ে ৪বিঘা জমি বাৎসরিক ভাড়া নিয়ে৮সহস্ত্রাধিক শিম গাছ লাগান। শিম ক্ষেতের সব গাছেই জোয়ার এসে ছিল আগামী ১৫/২০দিনের মাঝে শিম বাজারজাত শুরু হতো। মঙ্গলবার রাতের কোনো এক সময় কে বা কারা শত্রুতা করে এক হাজার থলের ৮হাজারের অধিক শিম গাছ কেটে ফেলে দেয়।
সকাল বেলা প্রতিবেশি চাঁন মিয়া নামে প্রতিবেশি এক কৃষক এসে খোরশেদকে খবর দেয় তার শিম ক্ষেতে সব গাছ কেটে ফেলে দিয়েছে। দ্রুত শিম ক্ষেতে গিয়ে তিনি মুর্ছা যান। প্রসঙ্গ, গত বছর রাতের আঁধারে একই এলাকার শামছুল হকের কয়েক একরের চিচিংগা গাছ এ ভাবেই কেটে ফেলে দেয় দুর্বৃত্তরা।