বকশীগঞ্জ প্রতিনিধি ঃ জামালপুরের বকশীগঞ্জে কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন নবম শ্রেণির (ভোকেশনাল শাখার) ফাইনাল পরীক্ষার প্রথম দিনে নকল করার দায়ে ছামিউল হক নামে এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। শনিবার টুপকারচর দাখিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময়ে তাকে বহিস্কার করা হয়। বহিস্কৃত ছামিউল হক নিলাখিয়া আর.জে পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

জানা গেছে, ওই কেন্দ্রে নবম শ্রেণির (ভোকেশনাল ) প্রথম দিনে বাংলা পরীক্ষা চলছিল। এ সময় নকল করতে গিয়ে ধরা পড়লে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আ.স.ম জামশেদ খোন্দকার নকল করার দায়ে তাকে পরীক্ষার সকল কার্যক্রম থেকে বহিস্কার করেন।