গোলাম রব্বানী টিটু: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় বুধবার দুপুরে উপজেলার সামনে কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত হলেও উপস্থিতির সংখ্যা কম দেখা গেছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদের সভাপতিত্বে এ মেলা শুরু হয়। এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস,এম এ ওয়ারেজ নাইম,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায় ও সাদিকুর রহমান প্রমুখ।

এছাড়াও সোনালী,জনতা, অগ্রণী ও কৃষি ব্যাংক ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।

মেলা শুরুতেই অধিকাংশ চেয়ার ফাঁকা থাকলেও পরে মেলার সভাপতি ও ইউএনও ফারুক আল মাসুদের নির্দেশে কিছু উপস্থিতি লক্ষ্য করা গেছে। কৃষি ঋণের মেলায় ১০টি স্টল স্থান পেলেও তাদের কার্যক্রম ছিল স্থবির। কৃষি ঋণ নিতে আগ্রহী এবং কৃষি ঋণ সম্পর্কে ধারণা নিতে মেলার আয়োজন করা হয় ।