নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ও আন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। নগরীর টাউন হলে কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে মহান অমর একুশে ফেব্রুয়ারীর প্রথম প্রহরের শুভ সূচনা করেন সদর আসনের জাতীয় সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত। তারপর বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ইউসুফ আলী, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধূরী, পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগ, বিএনপি, ময়মনসিংহ প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।