জামালপুর সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ীতে প্রাইভেটকারের চাপায় হারুন অর রশিদ নামে এক ডিস ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারটি উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পিংনা ইউপির কাওয়ামারা তারাকান্দি-ভুয়াপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সরিষাবাড়ি থানার ওসি মুশফিকুর রহমান নিশ্চিত করেছেন।

নিহত হারুন অর রশিদ উপজেলার পিংনা ইউপির কাওয়ামারা গ্রামের মজিবুর রহমানের ছেলে।

জানা যায়, মঙ্গলবার রাতে ব্যবসার কাজ শেষ করে বাড়ির পাশে কাওয়ামারা বটতলা তারাকান্দি-ভুয়াপুর সড়কের পাশে দাঁড়িয়েছিল হারুন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়।

এতে হারুন গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরিষাবাড়ি থানার ওসি মুশফিকুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক প্রাইভেটকারটি উদ্ধার করেছে পুলিশ।