স্টাফ রিপোর্র্টার : আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৪ উপলক্ষ্যে শান্তি মিত্র সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে ময়মনসিংহে ২১ সেপ্টেম্বর শান্তি পদযাত্রা এবং আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এইবারের প্রতিপাদ্য বিষয় ছিল“শান্তির সংস্কৃতি গড়ে তোলা”।
শান্তি পদযাত্রাটি নগরীর জয়নুল উদ্যানের বৈশাখী মঞ্চ থেকে শুরু কাঁচিঝুলি মোড় এবং সার্কিট হাউজ হয়ে বৈশাখি মঞ্চে এসে শেষ হয়।
দিবসটি উপলক্ষে আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তি মিত্র সমাজ কল্যাণ সংস্থার নিবার্হী পরিচালক সুবর্ণা পলি দ্রং।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট সমাজকর্মী অরণ্য চিরান, বাওলা ডিগ্রী কলেজের প্রভাষক রুকোনুজ্জামান, মৃদৃল কান্তি বড়ুয়া, বিশিষ্ট সংবাদকর্মী এইচ এম মোতালেব প্রমুখ।
সুবর্ণা পলি দ্রং তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, যখন শান্তির সংস্কৃতি গড়ে তোলার বিষয়ে কথা বলছি, তখন বাংলাদেশেই বিভিন্ন জায়গায় সহিংসঘটনা ঘটে চলেছে। শান্তি আমাদের উপরই নির্ভর করে। তাই, শান্তির সংস্কৃতি গড়ে তোলতে প্রত্যেক জীবনকে শ্রদ্ধা করতে হবে।
সহিংসতাকে প্রত্যাখ্যান করতে হবে। সহমর্মী হতে হবে। নিজেদের মধ্যে বিছিন্নতা তৈরি হলে, সংহতি পুন:স্থাপন করতে হবে। অন্যান্য অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বৈচিত্রতাকে সম্মান, আবেগকে নিয়ন্ত্রণ করে বিবেকের কথা শুনা, মব জাস্টিসের মতো ঘটনাগুলোর সাথে জড়িত না হওয়া, আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে আহবান করেন।
আলোচনা পরবর্তী নাচ, গান, কবিতার সন্নিবেশে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।