অনলাইন ডেস্ক: ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী দলত্যাগ করে জামায়াতে যোগদান করেছেন।

রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পাঁচবাগ ইউনিয়নের চরশাঁখচুড়া গ্রামে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই যোগদান প্রক্রিয়া সম্পন্ন হয়। অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।

গফরগাঁও উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসমাঈল হোসেন সোহেল মাস্টার গনমাধ্যমকে বলেন, জামায়াতে ইসলামীর রাজনৈতিক দর্শন, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে এবং মাদক, সন্ত্রাস, ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেই বিএনপি থেকে প্রায় ৫০ জন নেতাকর্মী আমাদের দলে যোগ দিয়েছেন।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পাগলা থানা জামায়াতের আমীর মাওলানা এমদাদুল হক, পাঁচবাগ ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অন্যান্য নেতা-কর্মীরা।

নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং জামায়াতের পক্ষ থেকে তাঁদের অভিনন্দন জানানো হয়। দলটির নেতারা বলেন, এই যোগদান প্রমাণ করে ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির প্রতি মানুষের আস্থা ও আগ্রহ বাড়ছে।

এদিকে, বিএনপি নেতাকর্মীদের এই দলবদল স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ একে ‘রাজনৈতিক পুনর্গঠন’ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি শুধু একটি দলের জনপ্রিয়তার প্রতিফলন নয়, বরং নীতিনৈতিকতার প্রশ্নেও একটি অবস্থান।