নান্দাইল প্রতিনিধি : 'আমি কন্যাশিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশ কল্যাণে কাজ করি' এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে জাতীয় কন্যাশিশু দিবস-২৫ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ অক্টোবর) উপজেলার জহুরা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয় মিলনায়তনে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম নান্দাইল উপজেলা শাখার আয়োজনে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জহুরা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা।
জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম নান্দাইল উপজেলা শাখার সম্পাদক অরবিন্দ পাল অখিলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন, শিক্ষক মো. হাফিজুল করিম, মো. আব্দুল আলীম, আশরাফুজ্জামান, মাকসুদ আরা, শিক্ষার্থীদের মধ্যে ফারিয়াতুল জান্নাত, রিমি আক্তার, ইশরাত জাহান প্রমুখ।
বক্তারা কন্যাশিশুদের প্রতি সামাজিক ও পারিবারিক আচরণে বৈষম্য বিলোপে পরিবারে ও সমাজের সাথে সাথে রাষ্ট্রেরও এগিয়ে আসতে হবে বলে মতপ্রকাশ করেন।
পরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইপড়া কার্যক্রমে অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।