অনলাইন ডেস্ক : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দুই ভাইয়ের সম্পত্তি বিরোধের জেরে নিজ মায়ের লাশ দাফনে বাধা দেওয়ার মতো এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। দীর্ঘ ২০ ঘণ্টা পর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে দাফন সম্পন্ন হয় ওই নারীর।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর এলাকায় এনু মিয়ার বাড়িতে। এ ঘটনা এলাকায় ব্যাপক ক্ষোভ ও নিন্দার সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহজাদপুর গ্রামের মৃত মাওলানা সেলামত উল্ল্যাহর স্ত্রী আমেনা বেগম (৬৫) বুধবার সন্ধ্যা ৬টার দিকে বেগমগঞ্জে মেয়ের বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর স্বামীর কবরের পাশে দাফনের জন্য তাঁকে নিজ গ্রাম শাহজাদপুরে আনা হয়।
তবে দাফনের সময় তাঁর দুই ছেলে নজিব উল্ল্যাহ ও সাইফুল্লাহর মধ্যে সম্পত্তি ভাগ নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন এবং মায়ের লাশ দাফনে বাধা দেন।
স্থানীয়রা বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে ঘটনাটি উপজেলা প্রশাসনকে জানানো হয়।
খবর পেয়ে কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই ভাইয়ের সঙ্গে আলোচনা করেন। তাঁর হস্তক্ষেপে অবশেষে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আমেনা বেগমের দাফন সম্পন্ন হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছে। একাধিকবার স্থানীয়ভাবে সালিশ হলেও সমাধান হয়নি। এমন ঘটনায় আমরা সবাই গভীরভাবে মর্মাহত।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম গনামধ্যমকে বলেন, আমি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। পরে উভয় পক্ষকে বোঝানোর মাধ্যমে সমঝোতা করিয়ে দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়।
স্থানীয়রা ঘটনাটিকে নজিরবিহীন এক মানবিক সংকট হিসেবে দেখছেন। তাদের মতে, পারিবারিক ও নৈতিক মূল্যবোধের অবক্ষয়ই এমন নির্মম ঘটনার জন্ম দিচ্ছে।