মোহনগঞ্জ প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের লটারীর মাধ্যমে ভর্তির অনিয়ম বিষয়ক তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের নির্দেশে সোমবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম.এ কাদের এর নেতৃত্বে তদন্ত টিম বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে কার্যক্রম শুরু করে এবং একই দিনই সম্পন্ন করে।

প্রাথমিক অভিযোগে জানা যায়, একাধিক শিক্ষার্থীর একাধিক জন্মনিবন্ধন তৈরি করে বিভিন্ন বিদ্যালয়ে ভর্তির আবেদন করা হয়েছে। বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের সাথে চক্রবদ্ধভাবে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কিছু শিক্ষার্থীকে ভর্তির সুযোগ দেওয়া হয়েছে।

ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর পিতা মাহমুদ হাসান চৌধুরী এবং অন্য এক শিক্ষার্থীর অভিভাবক ইয়াসীন আহমেদ প্রধান শিক্ষকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন।

এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শেখ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ জানান, ভর্তির অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সোমবার দুপুরে জেলা প্রশাসনের পক্ষে উপজেলা প্রশাসন তদন্ত সম্পন্ন করেছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম.এ কাদের বলেন, জেলা প্রশাসকের নির্দেশে ভর্তির অনিয়মের বিষয়ে তদন্ত সম্পন্ন করেছি। তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের বরাবরে প্রেরণ করা হবে।

অপর সদস্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, ভর্তির অনিয়মের বিষয়ে সহকারী কমিশনার মহোদয়কে নিয়ে আমরা তদন্ত সম্পন্ন করেছি।

তদন্ত শেষে প্রাপ্ত রিপোর্টের ভিত্তিতে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণের সম্ভাবনা রয়েছে।