স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থেকে নিখোঁজ এক স্কুলছাত্রীকে সফল অভিযানে উদ্ধার করেছে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
উদ্ধারকৃত শিক্ষার্থী হলেন মোছাঃ ফাতেমা আক্তার (১৫) (ছদ্মনাম), মুক্তাগাছার এন.এন পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। তিনি গত ২৩ অক্টোবর সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরিবারের বহু খোঁজাখুঁজি ব্যর্থ হলে তার মা ২৬ অক্টোবর মুক্তাগাছা থানায় একটি নিখোঁজ জিডি করেন।
পরবর্তীতে পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চাইলে, নির্দেশনা অনুযায়ী তারা ২ এপিবিএন, মুক্তাগাছাতে যোগাযোগ করেন এবং ২ নভেম্বর লিখিত আবেদন দাখিল করেন।
২ এপিবিএন-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো: কুতুব উদ্দিন এর সার্বিক দিকনির্দেশনায় ব্যাটালিয়নের সাইবার ক্রাইম সেল ও হেডকোয়ার্টার্সের এলআইসি/সিআইএ সেল ভিকটিমের অবস্থান শনাক্ত করে।
এরপর এসআই (নিঃ) মোঃ কামাল হোসেনের নেতৃত্বে একটি অভিযানিক দল ২ নভেম্বর দিবাগত রাত ১টা ৩০টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন ভাটিপাড়া এলাকা থেকে নিখোঁজ শিক্ষার্থীকে সুস্থ অবস্থায় উদ্ধার করে। পরে তাকে আইনানুগ প্রক্রিয়ায় মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়।
২ এপিবিএন জানায়, জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাটালিয়নের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

 
							
 
							
 
							
                        
 
							







