অনলাইন ডেস্ক : ময়মনসিংহের ত্রিশালে বাড়ি থেকে তুলে নিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আকমল হোসেন (৩৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি সোমবার (২৭ অক্টোবর) রাতে ত্রিশাল থানায় করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৮ অক্টোবর ভোর সাড়ে ৫টার দিকে ভুক্তভোগী গৃহবধূ প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়ে টয়লেটে যান। এ সময় আকমল হোসেন তাকে পেছন থেকে মুখ চেপে কাঁধে তুলে বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে একটি ধানখেতে নিয়ে ধর্ষণ করেন। গৃহবধূর চিৎকারে স্বামী ও প্রতিবেশীরা এগিয়ে আসলে আকমল পালিয়ে যান।

ভুক্তভোগীর ছোট ভাই জানিয়েছেন, আকমল দীর্ঘদিন ধরে পরিবারের সপ্তম শ্রেণির কন্যা সন্তানকে উত্ত্যক্ত করতেন। ধারণা করা হচ্ছে, ঘটনার দিন ভোরে ওই কিশোরীর জন্য ব্যবহৃত ওড়না দেখে আকমল ভুলবশত গৃহবধূর দিকে হাত উঁচিয়ে ফেলেন।

স্থানীয়রা জানিয়েছেন, ভুক্তভোগী পরিবারের স্বামী দিনমজুরি করে সংসার চালান এবং পরিবারের দুই সন্তান রয়েছে। ঘটনার পর থেকে তারা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি পেয়েছেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ গনমাধ্যমকে বলেন, ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি আরও জানান, স্থানীয়দের বক্তব্য অনুযায়ী আকমল ভূলক্রমে মেয়ে ভেবে ধর্ষণ করেছে, তবে মামলার এজাহারে তা উল্লেখ করা হয়নি।