নালিতাবাড়ী প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ীতে স্থানীয় এক দোকানের পাওনা টাকা পরিশোধ না করায় সাবিনা রাইসমিলের স্বত্বাধিকারী আব্দুস ছাত্তার নামে এক ব্যবসায়ীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার সূত্রে জানা যায়, নালিতাবাড়ী পৌরশহরের সাহাপাড়ার ‘রাসেল এন্টারপ্রাইজ’ নামের দোকান থেকে ছাত্তার তার ফার্মের জন্য বিভিন্ন সময়ে গরুর খাদ্য ও অন্যান্য পণ্য ক্রয় করতেন। সময়ের ব্যবধানে দোকানের প্রায় ৯ লাখ টাকার বকেয়া পাওনা হয়।

দোকান মালিক হারুন অর রশিদ বারবার পাওনা টাকা চাইলে ছাত্তার এক লক্ষ টাকার একটি চেক দেন। তবে ব্যাংকে চেক জমা দেওয়ার পর সেটি অনাদায়ী ফেরত আসে। পরবর্তীতে জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হন দোকান মালিক।

শেষ পর্যন্ত হারুন অর রশিদ বাদী হয়ে নালিতাবাড়ী সিআর আমলি আদালতে চেক প্রতারণা ও পাওনা আদায়ের মামলা দায়ের করেন। বুধবার মামলার শুনানি শেষে আদালত আসামি আ: ছাত্তারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দোকান মালিক হারুন অর রশিদ বলেন, দীর্ঘদিন ধরে পাওনা টাকার জন্য চেষ্টা করেছি, অবশেষে আদালতের মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করছি।